March 23, 2023, 2:08 pm

স্বাগতম:
আমার ব্লগে আপনাকে স্বাগতম। সামাজিক আচরণ করুন, সকল-কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন।

করোনা সহ অন্যান্য ভাইরাস প্রতিরোধে নিচের জিনিসগুলো ব্যবহার করুণ

ভালো ফলাফল পাবেন। ১) লেবু২) আদা৩) লবঙ্গ ৪) গরম পানি ৫) লবণ৬) মধু ৭)কালোজিরা৮) গোলমরিচ এগুলো সব একসাথে করেই খেতে হবে এমনটা নয়। বিভিন্নভাবে খেতে পারেন । যেমন:-১)আদা , লেবু , মধু যোগে লাল চা তৈরী করে পান করতে পারেন।২) লবণ ও লেবুর রস গরম পানির সঙ্গে মিশিয়ে পান করতে পারেন।৩) মাঝেমধ্যে দুই একটি লবঙ্গ বা গোলমরিচ মুখে চিবিয়ে খেতে পারেন। ৪) এক টুকরো লেবুর সঙ্গে লবণ মিশিয়ে খেতে পারেন।৫) আদা কুচি করে কেটে লবণ দিয়ে খেতে পারেন।৬) তিন আঙ্গুলে করে এক চিমটি কালোজিরা চিবিয়ে খেয়ে কুসুম গরম পানি পান করতে পারেন। এছাড়াও লবণ গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন আর মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করুন। নিজের শরীরের দিকে যত্ন নিন আর আপনার পরিবারের সদস্যদের দিকেও খেয়াল রাখুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved 2020 msbabu.com