March 23, 2023, 2:51 pm

স্বাগতম:
আমার ব্লগে আপনাকে স্বাগতম। সামাজিক আচরণ করুন, সকল-কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন।

কি ভাবে ছবির সত্য মিথ্যা যাচাই করবেন?

১.যে ছবিটা আপনি সত্য-মিথা যাচাই করতে চাচ্ছেন সেটা ডাউন-লোড করুন, তারপর আপনার কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমে গুগলে যান।এরপর গুগল ইমেজ সিলেক্ট করুন। তারপর সার্চবক্সে ক্যামেরা আইকনে ক্লিক করুন দেখবেন দুইটি অপশন একটি হল paste image url আর অন্যটি হলো Upload an image আপনি Upload an image এ ক্লিক করে যে ছবিটি যাচাই করবেন সেটি আপলোড করুন। দেখবেন গুগল আপনার ছবিটি সার্চ করে আপনাকে রেজাল্ট দেখাবে। আপনার ছবিটি যদি সত্য হয় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে ছবিটির বিষয়ে বর্ননা আছে। আর মিথ্যা হলে দেখবেন ফেসবুক বা ইউটিউব ছাড়া আর অন্য কোন লিংক পাচ্ছেন না আপনার আপলোড করা ছবিটির বিষয়ে। এখন আপনিই ভাবুন ফেসবুব বা ইউটিউবের তথ্য কতখানি বিশ্বাস করবেন। আবারো বলি আপনার যাচাইকৃত ছবিটি যদি ভি আই পি পারসনের ছবি হয় এবং সত্যি হয় তাহলে আপনি অবশ্যই কোন সংবাদ মিডিয়ার লিং পাবেন যেখানে আপনি ছবিটি সম্পর্কে বিস্তারিত পাবেন।২.যে ছবিটা আপনি সত্য-মিথা যাচাই করতে চাচ্ছেন সেটার লিং টা কপি করে একই ভাবে গুগলে গিয়ে image select করে ক্যামেরা আইকনে ক্লিক করে paste image url box এ ছবিটির url যেটা আপনি কপি করেছেন সে লিং টা past করুন বাকী কাজ গুগল করে দিবে। আর হ্যা এটা হলো কম্পউটারে সার্চ করার সিস্টেম। আর যারা মোবাইলে করবেন তারা মোবাইলের গুগল ক্রম ব্রাউজার অন করে image সিলেক্ট করবেন এরপর আপনার ব্রাউজারকে desktop view করলে কম্পিউটারের মতো নিয়মে সার্চ করতে পারবেন।(মোবাইল ডেক্সটপ ভিউ করারা জন্য ব্রাউজার অন করে image select করে উপরে ডান পার্শ্বে তিনটি ডট চিহ্ন দেখতে পাবেন ওখানে ক্লিক করেলে একটা চাট আসবে সেখানে desktop view select করলে আপনার মোবাইলের ব্রাউজারে কম্পউটারের মত সার্চ করতে পারবেন।)

Please Share This Post in Your Social Media

© All rights reserved 2020 msbabu.com