September 9, 2024, 3:59 am
আপনারা জেনে খুশি হবেন এই যে, খুব শীঘ্রই এক মোবাইল ওয়ালেট থেকে অন্য মোবাইল ওয়ালেট – অর্থাৎ বিকাশ থেকে রকেটে বা নগদ থেকে ইউক্যাশ, শিওর ক্যাশ থেকে বিকাশ এ টাকা পাঠানো সম্ভব হতে যাচ্ছে ! মানে সারাদেশের মোবাইল ওয়ালেট প্লাটফর্ম হবে এটাই। তবে টাকা এক প্লাট ফর্ম থেকে আরেক প্লাটফর্মে দিতে চার্জ কাটবে তাদের নির্ধারণ অনুযায়ী।
বাংলাদেশ ব্যাংক বলছে- সফল ভাবে পাইলট টেস্টিং সম্পন্নকারী ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগামী ২৭ অক্টোবর থেকে ইন্টার-অপারেবিলিটি লেনদেন সুবিধাা চালু করা হবে। আর সেসব ব্যাংক ও মোবাইল এ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এখনও ইন্টার-অপারেবিলিটি সংক্রান্ত প্রস্তুতি সম্পূন্ন করতে পারেনি। তাদের আগামী ৩১মার্চের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে পারষ্পরিক লেনদেনর সুবিধা চালু করতে হবে। শুরুতে বিকাশ-এমক্যাশ, ইউক্যাশ ও ইসলামিক ওয়ালেট সেবা এতে যুক্ত হচ্ছে। আর ব্যাংকগুলোর মধ্যে যুক্ত হচ্ছে পূবালি ব্যাংক।