March 23, 2023, 1:32 pm

স্বাগতম:
আমার ব্লগে আপনাকে স্বাগতম। সামাজিক আচরণ করুন, সকল-কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন।

লকডাউনে গুগলের ডুডল গেমস

লকডাউনে ইন্টারনেট ব্যবহারকারীদের একটু আনন্দ দিতে পুরনো ডুডল সিরিজ আবার ফিরিয়ে আনছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা জনপ্রিয় গুগল ডুডল গেমগুলো আবার খেলতে পারবেন।

প্রথম যে গুগল ডুডল গেমটি ফিরিয়ে আনা হচ্ছে তা হল ২০১৭-র জনপ্রিয় গেম কোডিং। কিডস কোডিংয়ের ৫০ বছর উপলক্ষে গুগল এই ডুডল গেমটি তৈরি করে। এই গেমের ট্যাগলাইন হল স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম।

গুগল আশা করছে, এর ফলে মানুষ ঘরেই থাকবেন। বাইরে যাবেন না। ফলে করোনা সংক্রমণ কমবে।

এক পোস্টে গুগল জানিয়েছে, কোভিড-১৯ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। ফলে মানুষ এখন ঘরেই পরিবারের সঙ্গে সিংহভাগ সময় কাটাতে বাধ্য হচ্ছেন।

তাই আমরা ফিরিয়ে আনছি আমাদের পুরনো ডুডল সিরিজ। যাতে আপনারা বাড়িতে থেকেই আমাদের জনপ্রিয় গেমগুলো খেলতে পারেন।

কোডিং গেমে একটি খরগোশ থাকে। যার কাজ হল, যত বেশি সম্ভব গাজর জোগাড় করা। শিশুদের মধ্যে কোডিং জনপ্রিয় করতে এই গেম চালু হয়। শিগগিরই ফিরে আসতে চলেছে এমন ডুডল গেমগুলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved 2020 msbabu.com