Warning: Creating default object from empty value in /home/msbabu/public_html/wp-content/themes/Newssmart/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সার্ভার লাইসেন্স কি এবং কেন ?

October 7, 2024, 9:21 am

স্বাগতম:
আমার ব্লগে আপনাকে স্বাগতম। সামাজিক আচরণ করুন, সকল-কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন।

সার্ভার লাইসেন্স কি এবং কেন ?

সার্ভারে লাইসেন্স সাধারণত দুধরণে হয়ে থাকে। এটা আইপি বেস, অন‍্যটি কোড বেস। মানে আপনার সার্ভারের মেইন আইপি কে যখন সিপ‍্যানেল/সিএল/লাইটস্প্রিড কোম্পানি উন্মুক্ত করে তখন সেটা আইপি বেস লাইসেন্স বলে। অন‍্যদিকে কোড বেস বলতে আপনার নির্দিষ্ট সফটওয়ার যখন কোন কোড দ্বারা সেটআপ/এক্টিভ করা হয় তখন তাকে কোড বেস লাইসেন্স বলে। যেমন ক্লাউড লিনাক্স। এই লাইসেন্স গুলোর দাম কোম্পানি পলিসির বাইরে গেলে অবশ‍্যই রিসেলার/পার্টনাদের কাছে নিতে থেকে নিতে হবে তবেই কম রেটে পাওয়া যাবে। এক এক কোম্পানির রেট একেক রকম।

নাল/ক্রাক/বাইপাস লাইসেন্স কি ?

নাল ও ক্রাক মুলত একই টাইপের লাইসেন্স। যা শুধু লাইসেন্স পলিসি-কে নয় সফটওয়ার পলিসিকে পরিবর্তন করে পরিচালনা করা হয়। একটি এন্টারপ্রাইজিং সফটওয়ারের লাইসেন্সের সাথে মুল উপাদানের কানেক্টিবিটি পরিবর্তন করা হয়। যার ফলে মুল সফটওয়ার আপডেট দিলে লাইসেন্স হওয়া হয়ে যায় অথবা সফটওয়ার রান হয় না। পরে ক্ষতিগ্রস্থ হয় সফটওয়ার ইউজার। যা ব‍্যবহার করে দেশ ও দশের ক্ষতি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তাকে ইলিগ‍্যাল বলে।

বাইপাস লাইসেন্স। এটি লাইসেন্সের উপর একটা চালাকি খাটানো ছাড়া আর কিছুই নয়। যারা এই লাইসেন্স সেল করে তারা সিপ‍্যানেলের একটি জেনুইন লাইসেন্স ক্রয় করে সেটির বেসিক ফাইল অর্থ‍্যাৎ License.php টাইপের ফাইলকে আংশিক পরিবর্তন করে Trial তুলে ফেলে। মুল সফটওয়ার মেইন সার্ভার হতে আপডেট দিলে সচরাচর আপডেট হয়। শুধু সিপ‍্যানেল কোম্পানি তাদের লাইসেন্স ফাইল পায় না। অন‍্যদিকে প্র্রোভাইডারগণ মেইন ফাইলটি আপনার সার্ভারের সাথে কানেক্ট করে তাদের সার্ভারে ক্রোনজব কানেক্ট করে। যেন সময় মত আপনার লাইসেন্স সাসপেন্ড/টারমিনেটেড করা যায়। প্রশ্নহলো এতে হোস্টিং প্রোভাইডারের রিক্স কতটুকু। লাইসেন্স ছাড়া যখন বাইপাস ব‍্যবহার করবেন তখন রিক্স তো থাকবেই। তাই রিক্স এড়ানোর জন‍্য আপনাকে আপনার ডেটার নিরাপত্তা আপনাকেই তৈরি করতে হবে। বিস্তারিত বললাম না। কারণ আমি বাইপাস ব‍্যবহারে উৎসাহ দেই না।

বর্তমানে ফ্রেস সিপ‍্যানেল থাকলে সেটা ১০০% সিপ‍্যানেল ভেরিভাইড করা সম্ভব‍্য বাইপাস দিয়ে। এব‍্যাপারেও কিছু আর্টিক‍্যাল পড়েছি। ভবিষ‍্যতে লিখবো।

WHMCS এর লাইসেন্স। এই সফটওয়ার ব‍্যবহারকারী হিসেবে আমি জানি- মাত্র একটা লাইনের কোড মুছে দিলে এই সফটওয়ার আর লাইসেন্স চায় না। মানে বাইপাস হয়ে যায়। তাই আমি নিজেও এই সফটওয়ার ব‍্যবহার করি না। খুবই সহজ- যারা নিচের নিরাপত্তা দিতে পারে না তাদের সফটওয়ার ব‍্যবহার করে আমি নিজেকে কিভাবে নিরাপদ মনে করি। তাই নিজেস্ব সফটওয়ার বানায় হোস্টিং বিজনেস করতেছি।

[এরপর কিছু লোকজন বলবেন-আমি নিজেই কিছূ কিছু সার্ভারে বাইপাস ব‍্যবহার করছি কেন ? উত্তর -আপনাদের মত বোকচন্দ্র প্রোভাইডার/কাস্টমারদের জন‍্য। ]

Please Share This Post in Your Social Media

© All rights reserved 2020 msbabu.com

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/msbabu/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/msbabu/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/msbabu/public_html/wp-includes/class-wp-hook.php on line 324