Warning: Creating default object from empty value in /home/msbabu/public_html/wp-content/themes/Newssmart/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কৃষিক্ষেত্রে যেসকল ভুল আমরা করেছি

April 27, 2024, 8:02 am

স্বাগতম:
আমার ব্লগে আপনাকে স্বাগতম। সামাজিক আচরণ করুন, সকল-কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন।

কৃষিক্ষেত্রে যেসকল ভুল আমরা করেছি

১। ব্যাঙ মেরে। আপনাদের মনে আছে কি না, একটু মনে করিয়ে দেই ১৯৯৪-১৯৯৬সালের ব্যাঙ এক্সপোর্ট হতো বাংলাদেশ থেকে। সেই সময় জমিতে, জলাশয়ে, পুকুরে, খালে, বিলে যে যেখানে পেয়েছে ব্যাঙ ধরে জিন্দা অথবা মুর্দা বিক্রি করেছে। এখানে লসটা কোথায় ? একটি ব্যাঙ বছরে ৫০টির উপরে বাচ্চা দেয়। তার মলমুত্র জমিতে পড়ে, মরে গেলেও জমিতেই পচে জমির উর্ভরতা বাড়ায়, আর বেঁচে থাকলে জমির অতিরিক্ত পোকামাকড় খায়। তাহলে বুঝেন লসটা কোথায় ?

২। পাখি মেরে। আমরা শখের বসে টুডুগান কিনে গ্রামে, বনে, জঙ্গলে, ঝিলে, বিলে গিয়ে পাখি শিকার করি। অন্যদিকে নিজের সৌখিনতা বসত: পাখির মাংস দিয়ে ভাত খেতে বিভিন্ন হোটেল মোটেলে যাই। আমরা কখনো চিন্তা করিনা প্রকৃতির সব কিছুর লিমিট রয়েছে। অফুরন্ত নয়। এই পাখি থাকে বলেই ক্ষেতের ৩৫/৫৫% পোকা খায়। শুধু তা নয়, জমিতে ইদুরের উপদ্রব হলে তা পেঁচা নিধন করে। একটি পাখি বছরে ৪/৬টা বাচ্চা দেয়। আয়ুকাল ২/৪বছর। তার মাঝে আরও বাচ্চা হয় সংখ্যা বাড়ে। এতে করে আরও পাখি বৃদ্ধি পায়। পাখি মারা গেলে জমিতে মৃতদেহ পড়ে পচে জৈব সার তৈরি হয়। এতে জমি উর্ভর হয়। সেই পাখি মেরে আজ বিলুপ্তির পথে এনেছি।

এগুলো ফলে আমাদের কি কি ক্ষতি হয়েছে ?

আমরা ধান উৎপাদন করতে গিয়ে ব্যবহার করছি রাসায়নিক সার। ব্যবহার করছি বার বার কীটনাশন। ঠিক এই ভাবেই সবজিত সহ বিভিন্ন ফসলে ব্যবহার করা হচ্ছে এমন কীটনাশন।

এক কথা “খাচ্ছি বিষ হচ্ছে শরীরে বিষ(ব্যথ)”।

Please Share This Post in Your Social Media

© All rights reserved 2020 msbabu.com

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/msbabu/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/msbabu/public_html/wp-includes/class-wp-hook.php on line 324

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/msbabu/public_html/wp-includes/class-wp-hook.php on line 324